ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপির কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, বিশ্ববিদ্যালয়ের ভিপি হয়ে কি ম্যাজিস্ট্রেটসির ক্ষমতা পেয়েছেন যে, দোকান ফাইন করছেন এবং সেই অর্থ আবার জমা দিচ্ছেন বাইতুল মালে? রবিবার (২১ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘৭ নভেম্বর প্রজন্ম’ আয়োজিত ড. মারুফ মল্লিকের একটি বইয়ের আলোচনায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। রিজভী প্রশ্ন তোলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ভেতরে কোন দোকান অবৈধ, এটা চিহ্নিত করে ফাইন করার এখতিয়ার কি ডাকসু ভিপির আছে? এটা তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাজ। ছাত্রনেতা হিসেবে আপনি প্রশাসনকে জানাতে পারেন, কিন্তু নিজে গিয়ে অর্থদণ্ড আরোপ করা, এর আইনি ভিত্তি কোথায়?’ তিনি আরও অভিযোগ করেন, ‘ফাইন করা টাকাগুলো জমা দেওয়া হচ্ছে জামায়াতের বাইতুল মালে। এটা অত্যন্ত প্রশ্নবিদ্ধ ও উদ্বেগজনক। এতে...