রংপুরের কাউনিয়ায় জাল সার্টিফিকেট দিয়ে ‘ভূতছাড়া আদর্শ নিম্নমাধ্যমিক বিদ্যালয়’-এর ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমানের বিরুদ্ধে। তিনি জেলা প্রশাসনের মনোনীত ব্যক্তি হিসেবে ওই প্রতিষ্ঠানের সভাপতি নির্বাচিত হন। এ বিষয়ে জেলা শিক্ষা অফিস, উপজেলা নির্বাহী অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিসারসহ প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ করেন রাশেদুল ইসলাম নামে স্থানীয় এক ব্যক্তি। জানা গেছে, বিএনপি নেতা জামিনুর রহমান ৫ আগস্ট পরবর্তী একের পর এক নানা বিতর্কের জন্ম দিয়ে যাচ্ছেন। ইতোপূর্বে ঢুষমারা চরে জমি দখল, কাউনিয়া বাসস্ট্যান্ড মোড়ে দোকান দখল ও বিক্রি, আরিফা ফুড প্রোডাক্টসের মালিককে হুমকির ঘটনায় ব্যাপক সমালোচনা সৃষ্টি করেছেন। এ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ হয়েছে। এদিকে তার এসব অপকর্মে দলীয় ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হলেও দলের পক্ষ থেকে তার বিরুদ্ধে...