যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দুবাই ও সিঙ্গাপুরে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদের ৫৮২টি নথি পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন ও কম্বোডিয়াতেও তাঁর সম্পদ অর্জনের তথ্য পেয়েছে সংস্থাটি। দুদক বলছে, এসব নথিতে সাইফুজ্জামান চৌধুরীর বিদেশে অর্থ পাচার ও মানি লন্ডারিংয়ের প্রমাণও রয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এ ছাড়া দেশে-বিদেশে কেনা বাড়ির মালিকানা, ভাড়ার আয় ও রক্ষণাবেক্ষণ ব্যয়সহ নানা নথি পাওয়া গেছে। আজ রোববার ভোর পৌনে পাঁচটার দিকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের একটি বাড়ি থেকে সাইফুজ্জামান চৌধুরীর সম্পদের এসব নথি উদ্ধার করা হয়। প্রায় ২৩ বস্তা সম্পদের নথি উদ্ধার করে দুদক। দুদকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৩ বস্তা নথি প্রথমে আরামিট গ্রুপের শিল্পপ্রতিষ্ঠান থেকে সরিয়ে নিয়ে আসা হয়। ১৬ সেপ্টেম্বর এগুলো ইউসিবিএল ব্যাংকের চেয়ারম্যান রুকমিলা জামানের গাড়িচালক মো....