বগুড়ার শিবগঞ্জ উপজেলার পীরব ইউনিয়নের দাইমুল্যা গ্রামের তফির আলী অন্য একজন মুক্তিযোদ্ধার সনদ ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে উপসহকারী কৃষি কর্মকর্তা পদে চাকরি নিয়েছেন। বর্তমানে তিনি কাহালু উপজেলা কৃষি অফিসে উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত। তফির আলী যে ব্যক্তিকে নানা পরিচয় দিয়ে তার মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করেছেন সেই নানা তাকে নাতি বলে অস্বীকার করেছেন। অনুসন্ধানে জানা যায়, ২০১৭ সালে তফির আলী জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধার নাতি কোটায় চাকরিতে যোগ দেন। এর কিছুদিন পর তার জালিয়াতির বিষয়ে গুঞ্জন ওঠে। তার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ ওঠে। তবে সে আওয়ামী লীগ সরকারের আজ্ঞাবহ দপ্তরগুলোকে অর্থ দিয়ে দমিয়ে রেখেছিলেন বিষয়টি। তফির বিষয়টি স্বীকার করে বলেন, এসব অভিযোগে চাকরি যাবে না। তিনি তার কাগজপত্র সব ঠিকঠাক করেছেন। এসব নিউজেও তার কিছু হবে না। তফির আলী দাইমুল্যা (নড়িয়াল) গ্রামের...