মেলানিয়া ট্রাম্পকে ঘিরে সবচেয়ে বড় আলোচনার বিষয় এখন মাথার টুপি। কখনো ডিওরের নাটকীয় নকশা, কখনো আবার অভিষেকের মঞ্চে উলের বোটার হ্যাট। প্রতিবারই তাঁর সাজ যেন নতুন বিতর্ক আর কৌতূহলের জন্ম দেয়। ফ্যাশনের ভাষায় এসব টুপি নিছক অলংকার নয়। অনেকটা বার্তার মতোই মনে হয়। তবে আসল বার্তাটি কী, সেটি নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। সম্প্রতি যুক্তরাজ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সরকারি সফরে যান মেলানিয়া। সেখানে তিনি মাথায় দেন আঙুর-বেগুনি রঙের ডিওরের টুপি। এই টুপির কিনারা এতটাই নিচে নেমে এসেছিল যে, চোখ প্রায় আড়াল হয়ে যায়। সঙ্গে ধূসর রঙের টেইলার্ড স্কার্ট স্যুট। এর আগেও অভিষেক অনুষ্ঠানে মেলানিয়ার টুপি নিয়েই হয়েছিল সবচেয়ে বেশি আলোচনার ঝড়। তখন তাঁর গায়ে ছিল আমেরিকান ডিজাইনার অ্যাডাম লিপসের পোশাক। আর মাথায় নিউইয়র্কের মিলিনার এরিক জ্যাভিটসের নকশা করা উলের বোটার...