এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশের দুর্দান্ত জয়ে সরব ক্রিকেট বিশ্ব। শ্রীলঙ্কাকে যেভাবে হারিয়েছে টাইগাররা, তাতে করে চমকই দেখিয়েছে তারা। বাংলাদেশের এই জয়ে অন্যতম ভূমিকায় ছিলেন দুই ব্যাটার সাইফ হাসান ও তাওহীদ হৃদয়। জোড়া ফিফটিতে দল জেতানো দুই ব্যাটারকে নিয়ে প্রশংসায় ভাসছে সবাই। সেই জোয়ারে ভেসেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল-এসিসিও। নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি ছবি পোস্ট করেছে এসিসি। সেখানে দেখা যাচ্ছে রাজকীয় ভঙ্গিতে একটি সিংহের দুইপাশে দাঁড়িয়ে আছেনসাইফ হাসানও তাওহীদ হৃদয়। সেখানে আবার লেখা – Taming The Lion, অর্থাৎ সিংহকে বশ করা। আর ক্যাপশনে লেখা- Two tigers who led the charge against the lions অর্থাৎ সিংহদের বিরুদ্ধে অভিযানে নেতৃত্ব দেওয়া দুই বাঘ। ওপেনার তানজিদ তামিম যখন বিনা রানে ফিরে গেলেন তখন লিটনকে নিয়ে দলের হাল ধরেন সাইফ। দুজন মিলে গড়েন ৫৯...