শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্ত স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই ইস্যুতে শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। এতে বন্ধ রয়েছে সকল ধরনের অফিসিয়াল কার্যক্রম। দোষীদের শাস্তি নিশ্চিত করা না হয় আগামীকাল থেকে বিশ্ববিদ্যালয় শাটডাউন করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে তারা শহীদ বুদ্ধিজীবী স্মৃতি ফলকের সামনে অবস্থান নেন। তবে কোনো শিক্ষককে অবস্থান নিতে দেখা যায়নি। কর্মকর্তা ও কর্মচারিদের দাবি, গতকাল যারা শিক্ষকের গায়ে হাত দিয়েছে তাদেরকে আজকের মধ্যেই বহিষ্কার করতে হবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অফিসার্স সমিতির সভাপতি মুক্তার হোসেন বলেন, “গতকাল ছাত্র নামধারী কিছু সন্ত্রাসী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যকে লাঞ্চিত করেছে। এমনকি তাকে বাসাতেও ঢুকতে দেওয়া হয়নি। এদেরকে চিহ্নিত করে বিশ্ববিদ্যালয়ের আইনে তাদেরকে শাস্তি দিতে হবে।” এই আন্দোলন...