বাংলাদেশের সব জায়গায় এবার দুর্গাপূজা নির্বিঘ্নে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে উপদেষ্টা এ কথা জানান। গতকাল একটা সংগঠন সংবাদ সম্মেলন করে বলেছে এবার পূজা উদযাপনে ২৯টি জেলা ঝুঁকিপূর্ণ। সেই সব জেলায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে কী নির্দেশনা দেওয়া হয়েছে- জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘কোন ২৯টি জেলা ঝুঁকিপূর্ণ?’ আরও পড়ুনদুর্গাপূজায় সরকারি ছুটি ৩ দিনসহ হিন্দু মহাজোটের ৪ দাবিদুর্গাপূজায় প্রাথমিকে ১১ দিন, মাধ্যমিক-কলেজে ১২ দিনের ছুটি আমার কাছে আছে এবং এ বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে-...