বাংলাদেশের অর্থনীতি কৃষিনির্ভর। কৃষিই দেশের মানুষের প্রধান খাদ্য, জীবিকা এবং অর্থনৈতিক উন্নয়নের অন্যতম প্রধান ভরসা। কৃষকদের সহায়তা, কৃষি উপকরণের প্রাপ্যতা নিশ্চিত করা এবং টেকসই কৃষি ব্যবস্থার বিকাশে অগ্রণী ভূমিকা পালন করছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)। কৃষি উৎপাদন টেকসই করতে হলে শুধু জমি বা শ্রমই যথেষ্ট নয়, বরং মানসম্মত বীজ, উন্নত সেচ ব্যবস্থা এবং উপযুক্ত সার ব্যবহারের প্রয়োজন হয়। বিএডিসি মূলত এসব দিককে কেন্দ্র করে কাজ করে থাকে। এটি একটি স্বায়ত্তশাসিত সরকারি সংস্থা, যা কৃষি মন্ত্রণালয়ের অধীন থেকে কৃষকদের জন্য নানা ধরনের কৃষি উপকরণ সরবরাহ করছে। ঢাকা শহরে প্রধান কার্যালয় হলেও বিএডিসি’র কার্যক্রম শুধু রাজধানী বা জেলা শহরে সীমাবদ্ধ নয়। এর সেবা সারা দেশে বিস্তৃত, এমনকি প্রত্যন্ত অঞ্চলেও কৃষকদের নাগালের মধ্যে রয়েছে বিএডিসি’র অফিস। উপজেলা পর্যায় পর্যন্ত এর মাঠপর্যায়ের নেটওয়ার্ক...