নতুন বছরের জানুয়ারি মাসেই শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই ‘পৌছে যাবে’ বলে আশার কথা শুনিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। এ জন্য এবারে আর দেরি না করে চলতি মাস থেকে বই ছাপানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। রোববার সরকারি ক্রয় সংক্রান্ত ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি কথা বলছিরেন। সালেহউদ্দিন আহমেদ বলেন, “নতুন বই ১ জানুয়ারিতে আমাদের দেওয়ার কথা। কতগুলো আমরা ইতিমধ্যে অর্ডার দিয়েছি। তবে আমরা আরো ভালোভাবে যাচাই করার জন্য আজকে বলেছি।” অর্থ উপদেষ্টা বলেন, গত বছর বই ছাপানোর অর্ডার দেওয়া হয়েছিল নভেম্বরে। এবার শিক্ষার্থীরা যাতে জানুয়ারিতেই নতুন বই পায়, সেজন্য সেপ্টেম্বরে অর্ডার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। “ইতোমধ্যে কিছু অর্ডার দেওয়া হয়েছে। যাচাই-বাছাই করে বাকিগুলো সেপ্টেম্বরের মধ্যেই দেওয়া হবে।” বই ছাপানোর ক্ষেত্রে অনিয়ম ঠেকাতে আরো যাচাই-বাছাই করা হচ্ছে...