খুলনার মুজগুন্নিতে বাস্তুহারা কলোনিতে উচ্ছেদ অভিযানকালে পুলিশের সঙ্গে বাসিন্দাদের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ প্রায় ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উচ্ছেদ অভিযান শুরু হলে স্থানীয়দের বাধার মুখে পড়ে পুলিশ। এরপর তা সংঘর্ষে রূপ নেয়। খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বলেন, গৃহায়ন কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযান চালায়। তারা পুলিশের সহযোগিতা চেয়েছে। আমরা সহযোগিতা করতে এসেছি। সংঘর্ষের ঘটনার পর গৃহায়ন কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযান স্থগিত করেছে। পুলিশ বাস্তহারা কলোনি থেকে সরে গেছে। গৃহায়ণ কর্তৃপক্ষ জানায়, খুলনার মুজগুন্নির বাস্তুহারার ২ একর জমিতে বসবাস করছে প্রায় ২০০ পরিবার। ১৯৮৭ সালে গৃহায়ণ কর্তৃপক্ষ জায়গাটি প্লট আকারে বিক্রি করে। ৩৫ বছর পার হলেও এখনও জায়গা বুঝে পাননি ৪২ প্লট মালিক। দীর্ঘ প্রক্রিয়া শেষে...