ঢাকা: গাজায় যুদ্ধবিরতি ও শান্তিচুক্তির মধ্যস্থতায় ফেরার আগে ইসরায়েলকে দোহায় চালানো হামলার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে—এমনই শর্ত দিয়েছে কাতার। অন্যথায়, মধ্যস্থতায় আর ফিরে আসবে না তারা। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এই তথ্য জানিয়েছে, কাতারের অবস্থান সম্পর্কে অবগত দুটি সূত্রের বরাতে।কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি হামলার পরপরই গাজা যুদ্ধ সংক্রান্ত মধ্যস্থতা কার্যক্রম থেকে সরে দাঁড়ায় কাতার। হোয়াইট হাউসের কর্মকর্তারা মনে করছেন, দোহা ছাড়া যুদ্ধবিরতি, জিম্মিমুক্তি ও স্থায়ী শান্তিচুক্তির মতো গুরুত্বপূর্ণ আলোচনায় অগ্রগতি অত্যন্ত কঠিন হয়ে পড়বে।এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কাতারকে “সন্ত্রাসীদের আশ্রয়দাতা” বলে অভিযুক্ত করেছেন এবং ভবিষ্যতে আরও হামলার হুমকিও দিয়েছেন।তবে ক্ষমা চাওয়া নেতানিয়াহু এবং তার কট্টর-ডান জোট সরকারের জন্য রাজনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর ও বিতর্কিত একটি সিদ্ধান্ত হবে। তবুও এ বিষয়ে অবগত একটি সূত্র জানিয়েছে, কাতার ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে...