২১ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৬ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৬ পিএম নগরীর আগ্রাবাদ এক্সেস রোডে ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ১১ ক্যাডারকে পাকড়াও করেছে পুলিশ। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আজাদ জানান, আগ্রাবাদ বেপারীপাড়া এক্সেস রোডস্থ হাজীপাড়া সিঙ্গাপুর মার্কেটের বিপরীত পাশে রাস্তার উপর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতৃত্বে শ্রমিকলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের ৮০-৮৫ জন নেতা কর্মী শনিবার সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে একটি মিছিল বের করে। তাৎক্ষণিক সিএমপির পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূইয়ার সার্বিক দিক-নির্দেশনায় ও ডবলমুরিং জোনের সহকারী পুলিশ কমিশনার কাজী বিধান আবিদের তত্ত্বাবধানে ডবলমুরিং মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হওয়া মাত্রই পুলিশ দেখে আসামীরা অলি-গলি দিয়ে দিক বিদিক দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এ সময় সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় মিছিলে অংশগ্রহণকারী আসামী- মো:...