২১ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৮ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৮ পিএম অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার সময় ৫ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।হবিগঞ্জ জেলার গুইবিল বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১৯৬৯/এম এর নিকট দিয়ে ভারত প্রবেশের সময় তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার মামুদপুর গ্রামের জীবন চন্দ্র দাসের পুতৃর সত্যন্দ্র দাস (৫৮), তার স্ত্রী লক্ষ্মী রানী দাস (৫২) ও মেয়ে উতোমা কুমারী দাস (২২), কিশোরগঞ্জের ভিলবকসাই গ্রামের অবনী কান্ত দাসের পুত্র সমর কান্ত দাস (২৬) ও সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার শুক্রমনি দাসের পুত্র জহুর লাল দাস (৭১)। রূপালী ব্যাংকের খুলনা বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশের মোস্ট লাভড পেমেন্ট ব্র্যান্ড হিসেবে সুপারব্র্যান্ডস স্বীকৃতি অর্জন করল মাস্টারকার্ড ব্রেইন স্ট্রোক ও হার্ট অ্যাটাক:...