২১ সেপ্টেম্বর ২০২৫, ০২:১০ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০২:১০ পিএম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) শিক্ষা সম্প্রসারণ কার্যক্রমের অংশ হিসেবে বাগেরহাটের শরণখোলা উপজেলায় শনিবার বিশ্ববিদ্যালয়ের একটি উপ-আঞ্চলিক কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়েছে।শরণখোলায় এ কেন্দ্র উদ্বোধনের মাধ্যমে উপকূলীয় অঞ্চলের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা আরও সহজলভ্য ও সময়োপযোগী হলো। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন বাউবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি বলেন— শিক্ষা প্রসারে বাউবি নিরলসভাবে কাজ করছে। উপকূলীয় অঞ্চলের শিক্ষার্থীরা এখন থেকে আরও সহজে শিক্ষা কার্যক্রমে অংশ নিতে পারবে। আধুনিক পাঠ্যক্রম, কারিগরি ও ভোকেশনাল শিক্ষা এবং তথ্যপ্রযুক্তি নির্ভর কর্মমুখী শিক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে। তরুণদের দক্ষ মানবসম্পদে রূপান্তরিত করতে প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে। ইতোমধ্যে অনেক প্রোগ্রামের ফি হ্রাস করা হয়েছে এবং...