গতকাল ১২ মিনিটের সংবাদ সম্মেলনে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে ছয়টি প্রশ্ন করা হয়েছিল সূর্যকুমারকে। মজার বিষয় হলো, তিনি সব প্রশ্নের উত্তর দিলেও একবারের জন্যও প্রতিপক্ষ পাকিস্তানের নাম উচ্চারণ করেননি।পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে দারুণ বোলিং করেছিলেন কুলদীপ যাদব। এদিকে দারুণ ব্যাটিং করেছিলেন সূর্যকুমার। তবে তাদের পারফরম্যান্স কোন আলোচনাতেই আসেনি। বরং সবকিছুর কেন্দ্রে ছিল দুই দলের ‘হ্যান্ডশেক কাণ্ড’। ওই দিন পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতীয় ক্রিকেটাররা। বিষয়টি নিয়ে আইসিসির প্রধান নির্বাহীর সঙ্গে কথা বলেছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। এরপর পাকিস্তান কোচ মাইক হেসন ও অধিনায়ক সালমান আগাকে জানিয়ে দিয়েছেন এ বিষয়ে করণীয়।আইসিসি থেকে পাকিস্তানকে নির্দেশ দেওয়া হয়েছে, সুপার ফোরের ম্যাচে যেন ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে না যান পাকিস্তানি ক্রিকেটাররা। যার মানে আজও দুই দলকে হাত মেলাতে দেখা যাবে না। এমনকি...