২১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৪ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৪ পিএম যেন চমকের উপরে চমক দিয়ে যাচ্ছে শাহরুখ-পুত্র আরিয়ান খানের নতুন নেটফ্লিক্স সিরিজ 'ব্যাডস অব বলিউড'। এখানে বলিউডের বিখ্যাত ভিলেন গুলশান গ্রোভার আর শক্তি কাপুরের সঙ্গে 'গফুর' গানে দেখা গেল আইটেম কুইন তামান্না ভাটিয়াকে। সিরিজের ভেতরে এই গান অন্তর্ভুক্ত না থাকায় নানা গুঞ্জন উঠেছে তামান্নার অতিরিক্ত আবেদনময়তায় সেন্সরশিপ নিয়ে। পরে অবশ্য প্রযোজক সংস্থা রেড চিলিস তাদের এক্স পোস্টে জানায়, এটি সিরিজের ভেতরে রাখার কথাই ছিল না। অন্য অনেক আইটেম নাম্বারের মতো এটি আলাদা মুক্তি পাবে প্রমোশনাল কন্টেন্ট হিসেবে। অদ্যবধি 'আজ কি রাত', 'কাভাল্লা'সহ বিভিন্ন সাড়া জাগানো আইটেম গানে তামান্না ভাটিয়া কোমর দুলিয়ে নজর কেড়েছেন নেটিজেনদের। আর এই জনপ্রিয় আইটেম কুইন ব্যাডস অব বলিউডের গান 'গফুর'-এ নেচে ৮ কোটি টাকা...