২১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৬ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৬ পিএম তাহরিকে খতমে নবুওয়াত বাংলাদেশের আমীর ড. মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী পীর জৈনপুরী গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, আজকে তথাকথিত রাজনীতিবিদদের মত আমার দেশের অনেক আলেম-ওলামা বা ডানপন্থী রাজনীতিবিদরাও ইসলামের আদর্শ বাদ দিয়ে এখন পশ্চিমা আদর্শ ধরছে। ওনাদের অনেকে আর ইসলামী রাষ্ট্র চায় না। কল্যাণ রাষ্ট্র চায়। ওনাদের অনেকে এখন আবার নতুন আবিষ্কার পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চান। আলেমরা একবার চিন্তা করলেন না, এমনিই তো গণতান্ত্রিক পদ্ধতি ইসলাম সমর্থন করে না। ওর মধ্যে আবার পিআর। এটা হচ্ছে অন্ধকারের উপর অন্ধকার। সম্প্রতি বিশিষ্ট এই ইসলামী বক্তার মাহফিলে দেওয়া একটি বক্তব্য ব্যাপক ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে তিনি সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) ব্যবস্থাকে ইসলামী শরিয়াত-পরিপন্থী বলে মন্তব্য করে এর কঠোর সমালোচনা করেন...