এশিয়া কাপ ২০২৫–এ ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে আবারও তোলপাড়। গ্রুপ পর্বের ম্যাচে হাত না মেলানোর ঘটনা নিয়ে যে বিতর্ক শুরু হয়েছিল, সেটি নতুন করে আলোচনায় আসছে সুপার ফোরের লড়াইয়ের আগে। এবার মুখ খুললেন ভারতের অফ স্পিনার ও সাবেক তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, ‘অ্যান্ডি পাইক্রফট আসলে সবাইকে খারাপ দৃশ্য থেকে রক্ষা করেছিলেন। ভারত ম্যাচের আগে রেফারিকে জানিয়েছিল—এটা আমাদের সিদ্ধান্ত, আমরা হ্যান্ডশেক করব না। তাতে সমস্যা কোথায়? আপনি ম্যাচ হেরেছেন আপনার খেলার কারণে, আমাদের হাত না মেলানোর কারণে নয়। তাই অভিযোগ না করে মাঠের পারফরম্যান্স ঠিক করার চেষ্টা করুন। ’ শ্রীলঙ্কার সাবেক আম্পায়ার ও বর্তমান আইসিসি ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগও তুলেছেন অশ্বিন। তিনি বলেন, “আপনাদের সমস্যা যদি ভারতের সঙ্গে হ্যান্ডশেক নিয়ে হয়, তবে কেন...