দক্ষ কর্মীদের জন্য এইচ-১বি ভিসার নতুন এক লাখ ডলারের ফি বার্ষিক নয়, বরং এককালীন এবং কেবল আবেদন করার সময় দিতে হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। রোববার থেকে কার্যকর হতে যাওয়া এই নিয়ম বিদ্যমান বৈধ ভিসাধারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। শনিবার এক্সে দেওয়া পোস্টে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট বলেন, “এটা বাৎসরিক ফি নয়। কেবল আবেদন করার সময়ই এটি দিতে হবে।” তিনি আরও জানান, যেসব কর্মী ইতোমধ্যেই এইচ-১বি ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে আছেন অথবা যারা বাইরে থেকে দেশে ফিরবেন, তাঁদের এ ফি দিতে হবে না। এর আগে মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক জানিয়েছিলেন, ফি বার্ষিকভাবে প্রযোজ্য হতে পারে। তাঁর বক্তব্যের পর মাইক্রোসফট, জেপি মরগ্যান, অ্যামাজনের মতো বহুজাতিক কোম্পানি তাঁদের কর্মীদের আপাতত যুক্তরাষ্ট্রের বাইরে ভ্রমণ না করার পরামর্শ দেয়। গোল্ডম্যান স্যাকসের অভ্যন্তরীণ মেমোতেও ভিসাধারী...