জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবাল শুধু খেলার মাঠে নয়, মাঠের বাইরেও মানুষের মন জয় করেছেন ভিন্ন উদ্যোগে। নাটোরের নলডাঙ্গা উপজেলার প্রত্যন্ত হাপানিয়া গ্রামে নিজ অর্থায়নে নির্মাণ করেছেন দৃষ্টি নন্দন একটি মসজিদ।আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন এ মসজিদটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৪০ লাখ টাকা। এই মসজিদে নামাজ আদায় করছেন শত শত মুসল্লি। স্থানীয়রা মসজিদটির নাম দিয়েছেন স্বপ্নের মসজিদ। জানা যায়, ২০১৫ সালে নাটোরের নলডাঙ্গা উপজেলার হাপানিয়া গ্রামের এক নারীর দান করা দুই শতাংশ জমির ওপর একটি মসজিদ নির্মাণ করেন স্থানীয়রা। টিন আর ছনের বেড়া দিয়ে গড়ে তোলেন একটি ওয়াক্তিয়া ছোট মসজিদ। তবে ঝড় বৃষ্টি হলে প্রায়ই ক্ষতিগ্রস্ত হতো মসজিদটি। পরে বিদেশি একটি সংস্থা মসজিদটি নির্মাণে সাহায্যের আশ্বাস দিয়ে এক লাখ টাকা হাতিয়ে নেয়। এতে গ্রামবাসীদের মাঝে হতাশা আরও বেড়ে যায়। ফলে...