অধিকাংশ উত্তরদাতা (৫৬ দশমিক ৬%) মনে করেন, গত ছয় মাসে চাঁদাবাজির পরিস্থিতি বেড়েছে। এই ধারণা শহুরে বাসিন্দা, তরুণ প্রজন্ম এবং উচ্চ শিক্ষা ও আয়ের মানুষদের মধ্যে বেশি স্পষ্ট। সংসদের উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) নিয়ে জনগণের মধ্যে সচেতনতা তুলনামূলকভাবে কম। এক সমীক্ষার ফলাফলে দেখা গেছে, অংশগ্রহণকারীদের ৫৬ শতাংশই এই ধারণা সম্পর্কে জানেন না। তবে যারা এ বিষয়ে অবগত, তাদের মধ্যে সমর্থনের হার বিরোধিতার চেয়ে বেশি। বিশেষ করে তরুণ প্রজন্ম এবং উচ্চশিক্ষিতদের মধ্যে পিআর ব্যবস্থার প্রতি সচেতনতা ও সমর্থন সর্বাধিক। এ তথ্যগুলো পাওয়া গেছে ইনোভিশন কনসাল্টিংয়ের একটি সমীক্ষার ফলাফলে। রোববার (২১ সেপ্টেম্বর) ব্যবস্থাপনা বিষয়ক আন্তর্জাতিক এই কনসাল্টিং ফার্ম 'জনগণের নির্বাচন পালস সমীক্ষা, রাউন্ড ২’ এর প্রথম প্রতিবেদন প্রকাশ করেছে। ফলাফলগুলো আজ ঢাকায় দ্য ডেইলি স্টার ভবনের আজিমুর রহমান কনফারেন্স হলে অনুষ্ঠিত একটি...