নিজস্ব প্রতিবেদক: বন্ধ হয়ে যাওয়া পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান নিউ লাইন ক্লোথিং লিমিটেড এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে সাউথইস্ট ব্যাংক পিএলসি। ঋণ খেলাপির কারণে ব্যাংকটি প্রতিষ্ঠানটির বন্ধকি সম্পত্তি নিলামে তোলার উদ্যোগ নিয়েছে। এভাবে তারা ৪২৪ কোটি টাকারও বেশি পাওনা আদায় করতে চাইছে। ব্যাংকের পক্ষ থেকে গত ১৭ সেপ্টেম্বর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যেখানে জানানো হয় যে, ১৮ আগস্ট পর্যন্ত নিউ লাইন ক্লোথিংয়ের ঋণ দাঁড়িয়েছে ৪২৪.১২ কোটি টাকা। পাওনা আদায়ে গাজীপুরের ১১২ শতাংশ জমি এবং সাততলা ফ্যাক্টরি ভবন বিক্রির ঘোষণা দেয়া হয়েছে। আগ্রহী দরদাতাদের ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিলামে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। কোম্পানির এক কর্মকর্তা জানান, মূলধনের সংকট এতটাই প্রকট হয়ে উঠেছিল যে, দীর্ঘদিন ধরেই কারখানাটি কার্যক্রম চালাতে ব্যর্থ হয়। ফলে ঋণ পরিশোধও অসম্ভব হয়ে পড়ে। ২০১৭ সাল থেকে সাউথইস্ট ব্যাংকের...