রাজধানীতে হয়ে গেল ‘টার্কিশ এয়ারলাইনস অ্যাক্টিভপালস হাফ ম্যারাথন ২০২৫’, যার অফিসিয়াল হসপিটালিটি পার্টনার ছিল ঢাকা রেনেসাঁ হোটেল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে রেনেসাঁ হোটেল জানিয়েছে, সম্প্রতি ঢাকার হাতিরঝিলে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় হসপিটালিটি পার্টনার হিসেবে আয়োজক এবং অংশীদারদের জন্য প্রিমিয়াম সাপোর্ট ও সেবা দিয়েছে তারা। “এই ম্যারাথন অ্যাথলেট, ফিটনেস অনুরাগী এবং সাধারণ মানুষকে একত্রিত করেছে শক্তি, সহনশীলতা ও অধ্যবসায় উদযাপনের জন্য,” বলা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে। হোটেল রেনেসাঁ বলছে, হসপিটালিটি পার্টনার...