২১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৬ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৯ পিএম বাংলাদেশের ঐতিহ্যবাহী হস্তশিল্প ঢাকাই জামদানি নতুনভাবে আলোচনায় এসেছে ভারতের রাজধানী দিল্লিতে। সেখানকার ন্যাশনাল ক্র্যাফটস মিউজিয়াম ও হস্তকলা অ্যাকাডেমিতে এই সপ্তাহান্তে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের জামদানির বিরল প্রদর্শনী, যেখানে উপস্থিত ছিলেন ভারতীয় সংস্কৃতি জগতের নামকরা ব্যক্তিত্বরা। এই আয়োজন শুধু শাড়ির প্রদর্শনী নয়, বরং বাংলাদেশের এক অনন্য শিল্প ঐতিহ্যকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার এক বিরল প্রচেষ্টা। এই প্রদর্শনীর উদ্যোগ নিয়েছেন ভারতের নতুন নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ। কয়েক সপ্তাহ আগে তিনি যখন উমরাও জান ছবির পরিচালক মুজফফর আলির সঙ্গে এই আয়োজন নিয়ে আলোচনা করেন, তখনই বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। পরিচালক উচ্ছ্বাস প্রকাশ করে বলেন— “আমি তো আসবই, আমি উমরাওজানে রেখাকে জামদানি পরিয়েছি... আর দিল্লিতে জামদানি নিয়ে কাজ হলে আমি আসব না?”...