২১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪২ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪২ পিএম চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে কাভার্ডভ্যানের ধাক্কায় বাইসাইকেল আরোহী এক মাদরাসাছাত্র নিহত হয়েছেন। আজ রবিবার সকালে মহাসড়কের দাউদকান্দি উপজেলার রায়পুর দীঘির পাড়ে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনার পর কাভার্ড ভ্যান চালককে আটক করেছে পুলিশ।নিহত শিক্ষার্থীর নাম মোহাম্মদ আলাউদ্দিন (১৯)। তিনি কুমিল্লার চৌদ্দগ্রামের মোহাম্মদ সালেহ আহমদের ছেলে। উপজেলার সিংগুলা ইসলামিয়া ফাজিল মাদরাসার (ডিগ্রি মাদরাসা) দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন তিনি। আটক ঘাতক কাভার্ড ভ্যান চালক মো. আব্দুর রহিম (২৯) চট্টগ্রামের জোড়ারগঞ্জের মৃত জয়নাল আবেদীনের ছেলে। তিনি ময়নামতি হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছেন। বাংলাদেশের মোস্ট লাভড পেমেন্ট ব্র্যান্ড হিসেবে সুপারব্র্যান্ডস স্বীকৃতি অর্জন করল মাস্টারকার্ড ব্রেইন স্ট্রোক ও হার্ট অ্যাটাক: দুটি ভিন্ন রোগ জানেন না অনেকেই! সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলে ‘রেড নোটিশ’...