
২১ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৬ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৮ পিএম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও আলোচনায় এসেছেন তার বিতর্কিত মন্তব্যের কারণে। এবার তিনি দাবি করেছেন, তার প্রচেষ্টাতেই বিশ্বজুড়ে সাতটি বড় সংঘাত থেমে গেছে। শুধু তাই নয়, এই কৃতিত্বের জন্য তিনি নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য বলেও দাবি করেছেন। রোববার (২১ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে ট্রাম্পের এই বক্তব্য প্রকাশ করে। আসলে শনিবার আমেরিকান কর্নারস্টোন ইনস্টিটিউটের ফাউন্ডার্স ডিনারে দেওয়া বক্তৃতায় তিনি এই দাবি করেন। তার বক্তব্য অনুযায়ী, বাণিজ্যের শক্তিকে হাতিয়ার করে ভারত-পাকিস্তানসহ একাধিক সংঘাত তিনি থামাতে সক্ষম হয়েছেন। আর এজন্যই, একাধিকবার নয়— প্রতিটি থামানো যুদ্ধের জন্য আলাদা আলাদা নোবেল শান্তি পুরস্কার পাওয়ার অধিকারী তিনি। বক্তৃতায় ট্রাম্প বলেন, “বিশ্ব মঞ্চে এখন আমরা এমন সব কাজ করছি যা আগে কখনো...