শারদীয় দুর্গাপূজা নিয়ে সারাদেশের মত গোপালগঞ্জের কোটালিপাড়ায়ও উৎসবের আমেজ বিরাজ করলেও ঘাঘর নদীর মোহনায় বাঁধ থাকায় এই উৎসব নিয়ে শঙ্কিত হিরণ ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের বাসিন্দারা। জানা যায়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীনে ১৫ কোটি ৪৪ লক্ষ ১৭ হাজার টাকা ব্যয়ে পয়সারহাট-গোপালগঞ্জ খাল খনন শুরু হয় গত বছরের ১ আগস্ট থেকে। কাজের সমাপ্তি হবে ২০২৭ সালের ৫ সেপ্টেম্বর। আতাউর রহমান খান লিমিটেড নামে বগুড়ার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান খালটি খননের লক্ষে ঘাঘর নদীর মোহনায় বাঁধ দেয় এক বছর আগে। বর্ষা মৌসুম থাকায় খাল খননের কাজ এখন বন্ধ থাকলেও বাঁধ অপসারণ না করায় খাল দিয়ে যাতায়াত সম্পূর্ণরুপে বন্ধ রয়েছে। উপজেলার তারাশী কর্মকার বাড়ি সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপের সভাপতি গোশাই কর্মকার আমার দেশকে বলেন, এ বছর ২৮ সেপ্টেম্বর ষষ্ঠীপূজার মধ্যে দিয়ে শুরু হওয়া দুর্গাপূজার সমাপ্তি...