কোভিড-১৯ এর শুরুর দিকে মহামারীর কেন্দ্রের প্রথম দিককার পরিস্থিতি তুলে ধরার পর চার বছর জেল খাটা চীনা এক সাংবাদিক একই ধরনের অভিযোগে আবারও চার বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন বলে জানিয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ)। ‘বিবাদ উসকে দেওয়া ও অশান্তি সৃষ্টির’ অভিযোগে ৪২ বছর বয়সী ঝ্যাং ঝানকে শুক্রবার নতুন এ সাজা দেওয়া হয়। চীনের মধ্যাঞ্চলীয় শহর উহানে করোনাভাইরাসের শুরুর দিকের বিস্তার নিয়ে চাক্ষুস অভিজ্ঞতা অনলাইনে পোস্ট করার পরও একই অভিযোগে ২০২০ সালে তাকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। আন্তর্জাতিক প্রেস ফ্রিডম নিয়ে কাজ করা গোষ্ঠী আরএসএফ শনিবার এসব বলেছে। এ প্রসঙ্গে রোববার তাৎক্ষণিকভাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স। বিচারে চীনা এ নাগরিক-সাংবাদিকের প্রতিনিধিত্বকারী কোনো আইনজীবী ছিল কিনা তাও নিশ্চিত হতে পারেনি তারা। “কারাগারের নির্মম পরিবেশে আটকে...