টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় তিতাস গ্যাসের প্রধান সঞ্চালন লাইনের পাইপ ফেটে যাওয়ার দুই দিন পেরিয়ে গেলেও তা মেরামত করা সম্ভব হয়নি। এতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রায় দুই হাজার আবাসিক গ্রাহককে। এছাড়া মির্জাপুরের গোড়াই শিল্পাঞ্চলের অন্তত ১০টি কারখানায় উৎপাদন ব্যহত হচ্ছে। জেনারেটর না চালাতে পারায় ব্যহত হচ্ছে কুমুদিনী হাসপাতালের চিকিৎসাসেবা। শুক্রবার বিকাল ৫টার দিকে মির্জাপুর মডেল মসজিদ নির্মাণ কাজের পাইলিং করার সময় হঠাৎ গ্যাসের পাইপে ঠিকাদারী প্রতিষ্ঠানের খননযন্ত্রের আঘাত লাগে বলে জানিয়েছেন টাঙ্গাইল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সম্ভু রাম পাল। তিনি বলেন, খননযন্ত্রের আঘাতে পাইপ ফেটে গ্যাস বের হতে থাকে। খবর পেয়ে তিতাস কর্তৃপক্ষ গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। পাশাপাশি লাইন মেরামতের জন্য লোকজন আসেন। রোববার সকাল পর্যন্ত লাইন মেরামত করা সম্ভব হয়নি। এদিকে গ্যাস-সংযোগ বন্ধ থাকায় মির্জাপুরের সোহাগপুর থেকে নাটিয়াপাড়া...