চট্টগ্রামের চন্দনাইশে সিলিন্ডারের গোডাউনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানিয়েছেন, রোববার সকালে এবং শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মো. ইউসুফ এবং ইদ্রিস মারা গেছেন। তারা আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তিনি বলেন, শনিবার রাত পৌনে দশটায় ইউসুফ মারা যান। ৩২ বছর বয়সী ইউসুফের শরীরের ৫৭ শতাংশ পুড়ে গিয়েছিল। আর রোববার সকাল ৭টা ৩৫ মিনিটে মারা যান ইদ্রিস। ২৭ বছর বয়সী ইদ্রিসের শরীরের ৬০ শতাংশ পুড়েছিল ওই আগুনে। তাদের দুজনেরই শ্বাসনালীও পুড়ে গিয়েছিল বলে জানিয়েছেন এই চিকিৎসক। চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের মাহবুবুর রহমানের মালিকানাধীন গ্যাস সিলিন্ডারের গোডাউনে বৃহস্পতিবার সকালে সিলিন্ডার ‘লোড-আনলোডের’ সময় বিস্ফোরণ হয়। তাতে গোডাউন মালিকসহ ১০জন দগ্ধ হন। গোডাউনটি চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার সীমানার মধ্যে অবস্থিত।...