‘ছাত্র জাগলে একুশ হয়/ ছাত্র জাগলে নব্বই/ ছাত্র জাগলে লেখা হয়/ ইতিহাসের সব বই।’ কিংবা ‘ষড়যন্ত্রের সঙ বুঝি না, দেশটা বুঝি পুরা, দেশের গায়ে হাত দিলে জাস্ট হাড্ডি করুম গুঁড়া।’ এমন অসংখ্য সময়োপযোগী ছড়া-পদ্য রচনা করে ফ্যাসিবাদবিরোধী গণআন্দোলনকে প্রাণিত করেছেন ছড়াকার জগলুল হায়দার। বিপ্লবী এসব সাহিত্যকর্মকে সামনে রেখে জুলাই গণঅভ্যুত্থানের মূল্যবোধ বাস্তবায়নে সাংস্কৃতিক আন্দোলন জোরালো করতে হবে। আধিপত্যবাদী কালচারাল মনোপলি ভাঙতে বাংলাদেশপন্থি মূল্যবোধ সম্পন্ন সাহিত্য-সংস্কৃতির চর্চা ও বিকাশে যথাযথ পৃষ্ঠপোষকতা দরকার। কারণ জুলাইয়ের সাংস্কৃতিক অভিপ্রায় থেকে সরে গেলে বিপর্যয় নেমে আসবে। ২০ সেপ্টেম্বর বিকেলে বাংলা একাডেমির শামসুর রাহমান মিলনায়তনে আয়োজিত ‘ছড়াকার জগলুল হায়দার নাগরিক সংবর্ধনা কমিটি’ আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষাবিদ ও রাষ্ট্রচিন্তক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের লিখিত বক্তব্য পড়ে শোনান কবি জাহিদ কাজী।...