জাতিসংঘের পরমাণু তদারকি সংস্থাকে (আইএইএ) সহযোগিতা না করার হুমকি দিয়েছে ইরান। দেশটির শীর্ষ নিরাপত্তা সংস্থা সতর্ক করে বলেছে, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের পক্ষ থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহালের পদক্ষেপ নেওয়া হলে জাতিসংঘের পরমাণু তদারকি সংস্থার সঙ্গে তাদের সহযোগিতা কার্যত বন্ধ হয়ে যাবে। শনিবার ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এই সতর্কবার্তা দেয়। এর একদিন আগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি) ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা স্থায়ীভাবে তুলে নেওয়ার প্রস্তাব পাস করতে ব্যর্থ হয়। গত ২৮ আগস্ট ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য ৩০ দিনের প্রক্রিয়া শুরু করে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য। তাদের অভিযোগ, ইরান ২০১৫ সালে স্বাক্ষরিত চুক্তি লঙ্ঘন করেছে, যেখানে দেশটি তার পরমাণু কর্মসূচি সীমিত করার বিনিময়ে নিষেধাজ্ঞা শিথিলের সুযোগ পেয়েছিল। চুক্তির অন্য দুই স্বাক্ষরকারী দেশ রাশিয়া ও চীন এই পদক্ষেপের বিরোধিতা করেছে।...