দলিত নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে চার দফা দাবি জানিয়েছে দলিত নারী ফোরাম ও নাগরিক উদ্যোগ। রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডির উইমেন ভলেন্টিয়ার এসোসিয়েশন মিলনায়তনে সংগঠনগুলোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত সম্মিলনীতে বক্তারা এ দাবি জানান। সম্মিলনীতে মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় বক্তারা উপমহাদেশের দলিত অধিকার আন্দোলনের অগ্রদূত বি.আর. আম্বেদকর, যোগেন্দ্রনাথ মন্ডল এবং বাংলাদেশের দলিত আন্দোলনের নেতা বিজি মূর্তিকে স্মরণ করেন। বক্তারা বলেন, শ্রেণী, বর্ণ ও লিঙ্গের কারণে ত্রিমাত্রিক বৈষম্যের শিকার দলিত নারীরা সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠী। তাদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া এসডিজির লক্ষ্য অর্জন সম্ভব নয়। সম্মিলনীতে বলা হয়, দক্ষিণ এশিয়ায় বসবাসরত ২১ কোটি দলিতের মধ্যে নারীরাই সবচেয়ে বেশি বৈষম্য ও মানবেতর জীবনযাপনের শিকার। দলিত মেয়েদের মধ্যে শিক্ষার সুযোগ সীমিত,...