বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) হলে শুধু মালয়েশিয়াতেই নয়, আসিয়ান অঞ্চলের বিশাল বাজারে বাংলাদেশের রপ্তানির নতুন দুয়ার খুলে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বর্তমানে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় রপ্তানি হয় ২৯৩.৫১ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য, অথচ আমদানি হয় ২,৬০৪ মিলিয়ন ডলারের পণ্য। ফলে দ্বিপাক্ষিক বাণিজ্য ঘাটতি বিপুল আকার ধারণ করেছে। বাংলাদেশি পণ্যের প্রধান অন্তরায় উচ্চ শুল্ক। ভারত, পাকিস্তান ও চীনের মতো প্রতিযোগী দেশগুলো দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে শুল্কমুক্ত বা স্বল্প শুল্ক সুবিধা পেলেও, বাংলাদেশি পণ্যের ওপর এখনো সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক আরোপ করা হচ্ছে। এতে কৃষি প্রক্রিয়াজাত পণ্য, হিমায়িত খাদ্য ও তৈরি পোশাক খাত প্রতিযোগিতায় টিকে থাকতে হিমশিম খাচ্ছে। প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী বলেন, ‘মালয়েশিয়ায় রপ্তানির সবচেয়ে বড় বাধা ব্যবসায়িক চুক্তি না থাকা। এফটিএ হলে আমরা ভারত-পাকিস্তানের সঙ্গে...