মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানের তালেবান সরকারকে বাগরাম বিমানঘাঁটি ফিরিয়ে দেওয়ার আল্টিমেটাম দিয়েছেন। তা না হলে দেশটিকে ‘ভয়ংকর পরিণতি’ ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। শনিবার (২০ সেপ্টেম্বর) নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প লিখেছেন, যদি আফগানিস্তান বাগরাম বিমানঘাঁটি যুক্তরাষ্ট্রকে ফিরিয়ে না দেয়, তাহলে খারাপ কিছু ঘটতে যাচ্ছে। পরে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমরা এখন আফগানিস্তানের সঙ্গে কথা বলছি। আমরা বিমানঘাঁটিটি ফেরত চাই, তৎক্ষণাৎ চাই। যদি তারা না দেয়, তবে আমি কী করতে যাচ্ছি, তা সবাই শিগগিরই দেখতে পাবে। এর আগে যুক্তরাজ্য সফরে গিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি প্রথমবার প্রকাশ্যে জানান যে, বাগরাম ঘাঁটি পুনরুদ্ধারের বিষয়ে কাজ চলছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমরা এটি ফেরত আনার চেষ্টা করছি। কারণ, আফগানিস্তান আমাদের...