মেহেরপুরে র্যাব-১২, সিপিসি-৩ গাংনী ক্যাম্পের এফএস পদে কর্মরত কনস্টেবল আব্দুল্লাহ আল মামুন (বিপি নং-৯৭১৮২০৬৪৯৪) একের পর এক ভয়ঙ্কর কর্মকা-ে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। ক্রস ফায়ার ও মিথ্যা মামলায় জড়িয়ে দেয়ার হুমকী দিয়ে চাঁদাবাজি, আসামীর স্ত্রীর সাথে সম্পর্ক সেই সাথে পশুহাটে চাঁদাদাবীর অভিযোগ পাওয়া গেছে। ইতোমধ্যে বিষয়টি তদন্ত হলেও অজ্ঞাত কারনে ওই কনরেস্টবল রয়ে গেছে ধরা ছোঁয়ার বাইরে। তবে র্যাব কর্তৃপক্ষ বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা মিমাংসা করা হয়েছে বলে দাবী করেছেন। র্যাবের উর্ধ্বতন কর্তৃপক্ষ যখন বাহিনীটির অতীত বিতর্ক কাটিয়ে জনগনের আস্থা পুনরুদ্ধারে উদ্যোগী, ঠিক তখনই কনস্টেবল আব্দুল্লাহ আল মামুনের এমন ঔদ্ধত্যপূর্ণ ও আগ্রাসী আচরণ পুরো বাহিনীটিকে নতুন করে বিতর্কে ফেলবে বলে মন্তব্য করেছেন মেহেরপুর জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর, জেলা আইনজীবী সমিতির সভাপতি এবং সিনিয়র আইনজীবীরা। জানা গেছে, গত ১ সেপ্টেম্বর...