২১ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৩ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৩ পিএম সাতক্ষীরার শ্যামনগরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মো. ফয়জুল্লাহ ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) সকালে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হুদা। তিনি জানান, গত ১৯ সেপ্টেম্বর রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার গুমানতলী (খাগড়াঘাট) গ্রামের নিজ বাড়িতে ইঞ্জিনিয়ার ফয়জুল্লাহ ও তাঁর পরিবারের উপর ন্যাক্কারজনক হামলা চালানো হয়। এতে তারা চরম আতঙ্ক ও ক্ষতির শিকার হয়েছেন। লিখিত বক্তব্যে নুরুল হুদা বলেন, এটি শুধু একজন ব্যক্তির উপর আক্রমণ নয় বরং মানবাধিকার, আইনের শাসন ও সমাজের শান্তি-শৃঙ্খলার উপর এক জঘন্য আঘাত।” তিনি আরও উল্লেখ করেন, এ ধরনের ঘটনা কঠোরভাবে...