২১ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৭ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৪ পিএম পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ লন্ডনে প্রবাসী পাকিস্তানিদের সঙ্গে এক সমাবেশে বলেছেন, পাকিস্তান ও ভারত প্রতিবেশী দেশ। তাদের একসঙ্গে বসবাস ছাড়া কোনো বিকল্প নেই। এখন সিদ্ধান্ত নিতে হবে ভারতকে—তারা কি শত্রুতায় থাকবে, নাকি ভালো প্রতিবেশী হিসেবে আচরণ করবে। রোববার (২১ সেপ্টেম্বর) লন্ডনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শাহবাজ শরিফ এ কথা বলেন। তিনি বলেন, পাকিস্তান ও ভারত ইতোমধ্যে চারটি যুদ্ধ করেছে, যা কোটি কোটি ডলার ব্যয় করেছে। এই অর্থ জনগণের উন্নয়ন, স্কুল, হাসপাতাল, সড়ক ও জীবনমান উন্নয়নে ব্যবহার করা উচিত ছিল। তিনি আরও বলেন, কাশ্মীর ইস্যু সমাধান ছাড়া ভারতের সঙ্গে সম্পর্ক এগোতে পারবে না। একই সঙ্গে তিনি গাজার চলমান পরিস্থিতিও উল্লেখ করেন, যেখানে ইতোমধ্যে ৬৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত...