বাংলাদেশের রিজার্ভ চুরির ঘটনায় ২০২০ সালে ফিলিপিন্সের রিজল কমার্শিয়াল ব্যাংকের (আরসিবিসি) বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের আদালতে মামলা করেছিল বাংলাদেশ ব্যাংক। এ মামলায় প্রতিষ্ঠানটির ৮ কোটি ১০ লাখ ডলার আদালতের মাধ্যমে বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে সিআইডি। রোববার (২১ সেপ্টেম্বর) সিআইডির এক বার্তায় জানানো হয়, বিকেলে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। নয় বছর আগে হ্যাকিংয়ের মাধ্যমে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশের রিজার্ভ চুরি হয়, যা দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করেছিল। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে সুইফট সিস্টেম ব্যবহার করে ৩৫টি ভুয়া বার্তার মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। এর মধ্যে একটি বার্তার মাধ্যমে শ্রীলঙ্কায় একটি ভুয়া এনজিওর নামে ২০ মিলিয়ন ডলার সরিয়ে নেওয়ার চেষ্টা ব্যর্থ হয় বানান ভুলের কারণে। আরো পড়ুন :সাবেক...