রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী, বিক্রেতা, অস্ত্রের জোগানদাতা ও ককটেল সংরক্ষণকারীসহ ৪০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের সদস্যরা। শনিবার বিকাল ৪টা থেকে রবিবার ভোর রাত পর্যন্ত এ অভিযান চালানো হয়। এতে মোহাম্মদপুর বিভাগের প্রায় দেড় শতাধিক পুলিশ অংশ নেয়। অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৮টি ককটেল, ২টি পেট্রোল বোমা, ৬টি সামুরাই, ৫টি হেলমেট, ৩টি ছুরি, ১১টি চোরাই মোবাইল ফোন এবং ৫০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। রবিবার বেলা ১২টার দিকে মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান। তিনি বলেন, জেনেভা ক্যাম্প দীর্ঘদিন ধরেই মাদক ও অপরাধপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। নিয়মিত অভিযান চালানো হলেও অনেক অপরাধী কারাগার থেকে বেরিয়ে এসে পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে...