সামাজিক মাধ্যমগুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার করা প্ল্যাটফর্মগুলোর একটি হলো ফেইসবুক। প্রতিদিন কোটি কোটি মানুষ এখানে ছবি শেয়ার করেন, ভিডিও পোস্ট করেন কিংবা ব্যক্তিগত জীবনের নানা গল্প সাজিয়ে রাখেন। কিন্তু এই ভার্চুয়াল ভুবনে কৌতূহলবসত একটি প্রশ্ন সবসময় ব্যবহারকারীদের মধ্যে ঘুরে বেড়ায়, তা হলো ‘আমার প্রোফাইল কে দেখছে?’ বাজারে থাকা অসংখ্য অ্যাপ আর ওয়েবসাইট এই কৌতূহলকে হাতিয়ার বানিয়ে দাবি করছে তারা নাকি বলে দেবে ঠিক কারা প্রোফাইল ভিজিট করছে। কিন্তু প্রযুক্তি সাইট ‘হাও স্টাফ ওয়ার্কস’ লিখেছে, সত্যিটা একেবারেই আলাদা। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এমন কোনো অ্যাপ এখনো তৈরি হয়নি যা সঠিকভাবে জানাতে পারে কে ব্যবহাকারীর ফেইসবুক প্রোফাইল দেখছে। বরং এসব অ্যাপের বেশিরভাগই ভাইরাস ও ম্যালওয়্যারে ভরা। অনেক সময় এগুলো ব্যবহারকারীর পাসওয়ার্ড হাতিয়ে নেয় কিংবা বন্ধুদের কাছে স্প্যাম ছড়িয়ে দেয়। আরও ভয়াবহ ব্যাপার...