বগুড়ার শাজাহানপুর উপজেলায় ‘বেপরোয়া গতির’ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে স্কুল পড়ুয়া এক ছাত্রের প্রাণ গেছে। উপজেলার শাকপালা এলাকায় শনিবার রাত ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম শফিক জানিয়েছেন। নিহত মো. বিজয় বগুড়া শহরের কামারগাড়ি এলাকার রেজাউলের ছেলে এবং করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। ওসি শফিকুল বলেন, “বিজয় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। “স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাকে...