ঢাকা: ভেনেজুয়েলার অপরাধী ও মানসিক রোগীদের ফিরিয়ে নিতে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, মাদুরো সরকার যদি এই নাগরিকদের ফেরত না নেয়, তাহলে “চরম মূল্য” দিতে হবে। এ নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কার্যত এক ধরনের আলটিমেটামই দেয়া হয়েছে।অন্যদিকে, ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের বড় পরিসরে নৌবাহিনী মোতায়েনকে ‘ঘোষণাহীন যুদ্ধ’ আখ্যা দিয়ে জাতিসংঘের তদন্ত দাবি করেছে ভেনেজুয়েলা।বিশ্লেষকরা বলছেন, কয়েক দশকের মধ্যে ক্যারিবীয় অঞ্চলে এটিই সবচেয়ে বড় মার্কিন সামরিক উপস্থিতি, যা মূলত ‘মাদকবিরোধী অভিযান’-এর অংশ হিসেবে পরিচালিত হলেও, এর ভূরাজনৈতিক বার্তা আরও গভীর।সম্প্রতি ওই অঞ্চলে কথিত মাদকবাহী একটি নৌযানে মার্কিন হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ঘটনাটি গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ঘটে। এতে করে যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা সম্পর্ক আরও অবনতির দিকে যাচ্ছে এবং সামরিক উত্তেজনার মাত্রাও...