শুধু যে আমাদের সমাজব্যবস্থাই ভেঙে পড়ছে, তা নয়। হুট করে গত কয়েক বছর ধরে গ্রীষ্মকালে মড়ার উপর খাঁড়ার ঘায়ের মতো আসছে হিট ওয়েভ। মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে, মানুষ হিট স্ট্রোকসহ গরমজনিত রোগাক্রান্ত হয়ে আর্থিক, শারীরিকভাবে সর্বস্বান্ত হচ্ছে, হারাচ্ছে জীবনও। অথচ জলাভূমি, সবুজ, মাঠে ঘেরা ঢাকা অনেক শীতল ছিল। রোদ নরম ছিল। বৈজ্ঞানিক গবেষণা বলছে, গত বিশ বছরে এ শহরের তাপমাত্রা বেড়েছে ২.৭৪ ডিগ্রি সেলসিয়াস। গত ৩০ বছরে তাপদাহপূর্ণ দিনের সংখ্যাও (৩৫ ডিগ্রি সেলসিয়াস বা তদূর্ধ্ব) বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। অথচ অবকাঠামো দিয়ে না মেপে আমরা যদি ঢাকাকে সামাজিক মূলধন, সবুজ, সংস্কৃতি, প্রকৃতি দিয়ে মাপতাম— এ শহর আজও শীতল থাকত, ধীরে ধীরে বসবাসের অযোগ্য হতো না।প্রায় ৩ কোটি জনসংখ্যার মানুষের এ নগরীতে প্রতি বছর যোগ হচ্ছে গড়ে আরও ৫ লাখ...