বিশ্ব নেতাদরা আসবেন তাই নিউইয়র্ক শহর জুড়ে অতিরিক্ত নিরাপত্তা মায়ানমারে রোহিঙ্গা সংকট ইস্যুতে সম্মেলন অধিবেশনের শেষ দিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শুরু হয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের উঁচু পর্যায়ের বৈঠক। বিশ্বনেতাদের অংশগ্রহণে সবচেয়ে বড় এ আসরের এবারের অধিবেশনের প্রতিপাদ্য: ‘বেটার টুগেদার: এইটি ইয়ারস এণ্ড মোর ফর পিস, ডেভেলপমেন্ট এণ্ড হিউম্যান রাইটস’। বিশ্বব্যাপী চলমান অস্থিরতার মধ্যে সংস্থাটির ৮০তম সাধারণ অধিবেশন ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে এবার বাড়তি সতর্কতা নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ম্যানহাটনে সংস্থাটির সদর দপ্তরে স্থানীয় সময় সকাল দশটায় প্রথম বৈঠক হয় জাতিসংঘের ৮০ তম প্রতিষ্ঠা বার্ষিকী স্মরণে। সোমবার থেকে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা উঁচু পর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নেবেন। ওইদিন রেওয়াজ অনুযায়ী প্রথম বক্তৃতা করবেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। প্রথা অনুযায়ী এরপর ভাষণ দেবেন স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট...