নড়াইল: লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের সরশুনা এবং কামারগ্রাম পাশাপাশি দুটি গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের উদ্বার করে রাতেই নড়াইল আধুনিক সদর হাসপাতাল ও খুলনা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে গ্রাম্য আধিপত্য বিস্তার ও পূর্ব শক্রতার জের ধরে দুগ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।পুলিশ সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের পাশাপাশি দুই গ্রাম সরশুনা ও কামারগ্রাম এর লোকজনের মধ্যে দীর্ঘ দিন ধরে গ্রাম্য আধিপত্য বিস্তার ও পূর্ব শক্রতা ছিলো। এ ঘটনার জের ধরে শনিবার সন্ধ্যার দিকে দেশীয় অস্ত্র নিয়ে দুগ্রামের লোকজন সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। পরে স্থানীয় ও স্বজনরা আহতদের উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের মধ্যে...