চট্টগ্রাম:সীতাকুণ্ডে দুই ট্রাকের সংঘর্ষে এক চালকের মৃত্যু হয়েছে। তার নাম সেলিম ফকির (২৮)।দুর্ঘটনায় আহত হয়েছে ট্রাকের হেলপার রাকিব (২০)। রোববার (২১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদমরসুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বার আউলিয়া হাইওয়ে থানার ইনচার্জ মো. আব্দুল মোমেন জানান, ভোর সাড়ে ৫টায় কদমরসুল এলাকায় একটি ট্রাক দ্রুতগতিতে পেছন দিকে চলে আসলে অপর একটি ৬ চাকার রডবোঝাই ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে রডবোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে ওই...