জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থাকে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটি জানিয়েছে, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের (ই৩) পক্ষ থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহালের যে পদক্ষেপ নেওয়া হয়েছে, তা কার্যকর হলে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আইএইএর সঙ্গে ইরানের সহযোগিতা কার্যত বন্ধ হয়ে যাবে।রোববার (২১ সেপ্টেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দিয়েছে।প্রদিবেদনে বলা হয়েছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইরানের ওপর স্থায়ীভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব গ্রহণে ব্যর্থ হওয়ার পর সংস্থাটি এ বিবৃতি দিয়েছে। এর আগে ২৮ আগস্ট ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের লক্ষ্যে ৩০ দিনের একটি প্রক্রিয়া শুরু করে। দেশগুলোর অভিযোগ, ইরান ২০১৫ সালের পারমাণবিক চুক্তি লঙ্ঘন করেছে। তবে চুক্তির অন্যান্য স্বাক্ষরকারী রাশিয়া ও চীন এই নিষেধাজ্ঞা পুনর্বহালের উদ্যোগ প্রত্যাখ্যান করেছে।সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ই৩-র...