খুলনার মুজগুন্নিতে বাস্তুহারা কলোনিতে প্লট মালিকদের জায়গা বুঝিয়ে দিতে উচ্ছেদ অভিযানে পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হয়। আজ রোববার সকাল ৯টায় উচ্ছেদ অভিযান শুরুর কথা থাকলেও স্থানীয়দের প্রতিরোধের মুখে পড়ে। সকাল ১০টার পর পুলিশ লাঠিচার্জ শুরু করলে সংঘর্ষ শুরু হয়। এ সময় স্থানীয়রা ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ পিছু হটতে বাধ্য হয়। পরে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করলে স্থানীয়রা প্রধমে পিছু হটতে বাধ্য হয়। এ সময় উচ্ছেদ অভিযানে যাওয়া বুলডোজার ভেঙে দেওয়া। এ ঘটনায় পুলিশ ও স্থানীয়দের অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন বলে এলাকাবাসী দাবি করেছেন। স্থানীয়দের দাবি, পুনর্বাসনের ব্যবস্থা না করলে তারা উচ্ছেদ করতে দেবে না। পুলিশ বলছে,...